Saroop Chattopadhyay Kolleo (সনাতনী বাঙালি) Profile picture
Sanatani Nationalist ExVHP, BJP-WB Basti Unnayan Cell, Media Personality. BJP SKD Good Governance, CPDR, Proud Hindu. RT n like not endorsement.

Nov 26, 2021, 10 tweets

#দশমহাবিদ্যা#প্রথম_মহাবিদ্যা: #কালী

“একি #ভয়ঙ্করী, #করালবদনা, লোলজিহ্বা, রুধিরমগনা।
গলিত রুধির মুণ্ডমালা গলে বিলম্বিত॥
মহামুণ্ড করে রক্তস্রোত ঝরে।
খড়্গ ধরে ভাসে রক্তধারে॥
বরাভয় দ্বিভুজ দক্ষিণে।
বিবসনা বিকটদশনা, ত্রিনয়না, চন্দ্রখণ্ড শোভে ভালে !”॥
জয় মা ভয়ঙ্করী কালী 🌺🙏🏻

দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা — #তারা
কালীর পরে যে মূর্তির দর্শন পান মহাদেব, তিনি তারা।

“নীলবর্ণা লোলজিহ্বা করালবদনা।
সর্পবান্ধা ঊর্ধ্ব একজটা-বিভূষণা॥
অর্ধচন্দ্র পাঁচখানি শোভিত কপাল।
ত্রিনয়নী লম্বোদরী পরা বাঘছাল॥
নীলপদ্ম খড়্গ ছুরি সমুণ্ড খর্পর।
চারিহাতে শোভে- আরোহণ শিবোপর॥”

দশমহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা — দেবী #ষোড়শী বা ত্রিপুরসুন্দরী।

তন্ত্রশাস্ত্রমতে ইনি অপরূপা দিব্য সৌন্দর্যের অধিশ্বরী। ইনি রজঃগুণ প্রধানা ও সত্ত্বগুণাত্মিকা।

এঁর ধ্যানমূর্তি —
“বালার্কমণ্ডলাভাসাং চতুর্বাহুং ত্রিলোচনাম্ পাশাঙ্কুশ বরাভীতি ধায়ন্তীং শিবাংশ্রয়ে।”
জয় ভগবতী ষোড়শী॥

দশমহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যা — #ভুবনেশ্বরী
ইনি নানা নামে খ্যাত — ত্রিপুটা, জয়দুর্গা, বনদুর্গা, কাত্যায়নী, মহিষঘ্নী, দুর্গা, শূলিনী, মেধা, রাধা ইত্যাদি।

“বালরবিদ্যুতিম্ ইন্দুকিরীটাম্।
তুঙ্গকুচাম্, নয়ন-ত্রয়যুক্তাম্,॥
স্মেরমুখীং, বরদাঙ্কুশ পাশঅভীতি।
করাম্ প্রভজে ভুবনেশীম্॥"🙏🏻

দশমহাবিদ্যার পঞ্চম মহাবিদ্যা — #ভৈরবী
“উদ্যৎ ভানু সহস্রকান্তি , অরুণক্ষৌমাং,
শিরো-মালিকাং, রক্তালিপ্ত পয়োধরাং জপবটীম্।
বিদ্যাম্ অভীতিং করাম্।
হস্তাব্জৈর্দধতীং ত্রিনেত্রবিলসদ্ বক্ত্রারবিন্দশ্রিয়াম্।
দেবীং বদ্ধ হিমাংশু রত্নমুকুটাং বন্দে সুমন্দস্মিতাম্।🙏🏻

#দশমহাবিদ্যা র ষষ্ঠ মহাবিদ্যা — #প্রচণ্ডচণ্ডিকা বা #ছিন্নমস্তা

"ভাস্বন্মণ্ডলমধ্যগতাং নিজশির-িন্নং বিকীর্ণালকং স্ফারাস্যং প্রপিবদ্গলাৎ স্বরুধিরং বামে করে বিভ্রতীম্। যাভাসক্তরতিস্মরো পরিগতাং সখ্যৌ নিজে ডাকিনী বর্ণিনৌ পরিদৃশ্যমোদকলিতাং শ্রীছিন্নমস্তাং ভজে।”🙏🏻🌺🙏🏻

দশমহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা — মাতঙ্গী।

“শ্যামাঙ্গীং শশিশেখরাং ত্রিনয়নাং রত্নসিংহাসনস্থিতাম্। বেদৈর্বাহুদণ্ডৈঃ অসিখেটকপাশাঙ্কুশধরাম্।”

শ্যামবর্ণা অর্ধচন্দ্রধারিণী ও ত্রিনেত্রা। চারহাতে তরবারি, বর্শা(ঢাল), পাশ ও অঙ্কুশ ধারণ করে রত্নসিংহাসনে বসে আছেন
@VHPDigital @HinduVoice_in

#দশমহাবিদ্যা র অষ্টম মহাবিদ্যা — দেবী #ধূমাবতী
“পশ্য ভদ্রে মহাভাগে পুরুষো নাস্তি মাং বিনা।
ত্বদন্যা বনিতা নাস্তি পশ্যত্বং জ্ঞানচক্ষুষা।
বিধবাসি কুরু ত্যাগং শঙ্খসিন্দুরমেব চ।
সাধব্যং লক্ষণং দেবী কুরু ত্যাগং পতিব্রতে।
ধূম ব্যাপ্তশরীরাত্তু ততো ধূমাবতী স্মৃতা।”

দশমহাবিদ্যার নবম মহাবিদ্যা — বগলামুখী।
“মধ্যে সুধাব্ধিমণিমণ্ডপ রত্নবেদী সিংহাসনোপরিগতাং পরিপীতবর্ণাং। পীতাম্বরাভরণ মাল্য বিভূষিতাঙ্গীং দেবীং স্মরামি ধৃতমুদ্গর বৈরি জিহ্ববাগ্রমাদায় করেণ দেবীং, বামেন শত্র“ন্ পরিপীড়য়ন্তীম্।
গদাভিঘাতেন চ দক্ষিণে ন পীতাম্বরাঢ্যাং দ্বিভুজাং নমামি।”

দশমহাবিদ্যার অন্তিম অর্থাৎ দশম মহাবিদ্যা — দেবী কমলা (মহালক্ষী)।

“কান্ত্যা কাঞ্চনসন্নিভাং হিমগিরি প্রখ্যৈশ্চতুর্ভি র্গজৈঃ।
হস্তোৎক্ষিপ্ত-হিরন্ময়ামৃতঘটরাসিচ্যমানাং শ্রিয়ম্।
বিভ্রানাং বরমব্জযুগ্মং অভয়ং হস্তৈঃ কিরীটোজ্জ্বলাং।
ক্ষৌমাবদ্ধনিতম্ববিম্বললিতাং বন্দেঅরবিন্দস্থিতাম্।”

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling