যাই হোক বাস্তব থেকে দূরে আছেন,তাই আখের টাও বললাম
নবগ্ৰাম,ওঘারিয়া,লিমডি,কেভাদিয়া, কোঠি ,গোরা ছটি গ্ৰামের নাম। ওয়াঘিরায় প্রায় পুরো এবং কেভাদিয়ার ৯০% গেছে।
@Setukirttanis
মূর্তি নিয়েও লেখা যায়।শ্যামাপ্রসাদের কালিমালিপ্ত মূর্তি নিয়েও লেখা যায়।যাই হোক একটু মনে পড়লো ।
আর এস এস তো #Patel ব্যান করেছিলেন। কিন্তু তারপরেও ১৯৪৮ এর ১৮ ই জুলাই ওই শ্যামাপ্রসাদ বাবুকে লেখেন
👇
যেটা বলেছিলেন " মূর্তি নদীতে তৈরি হয়েছে, গ্ৰামে কি করে প্রভাব পড়বে" এই ধরনের কিছু বলেছিলেন
আচ্ছা, আপনার কান টানলে মাথা টাও আসে তাই না?
বুঝে নিন 🤔
প্রোজেক্টের জন্যই নেওয়া হয়েছে জায়গা।বিরোধ চলছে কারণ তারা সমস্যায় পড়েছে।