তোমার বাড়ি যাব।
দিল্লী পুলিশ, তুমি কি আর
ভবিষ্যৎ ভাবো?
চরম লাঠি লাইব্রেরির ঘরে চালিয়েছিলে, আমি তখন সংবিধানের 'পরে
গান্ধী রেখে করছি পড়া
ছোট্ট এই ঘর।
সাত নং রেসকোর্সে তখন
অসভ্য বর্বর
...
#ShameonDelhiPolice
আমার আছে চোখ
বাড়িতে এসে বলেছিলাম
প্রমোশন হলে হোক।
আমরা আজও পড়তে বসি
ফুটপাথের 'পরে।
মাটির উপর ফরাস পাতা
স্লোগান এসে পড়ে।
...
#ShameonDelhiPolice
পড়তে চায় যারা
ডিগ্রি যাদের পায় না খুঁজে
কেবল সেই শালারা
ডান্ডা মারে গুলি চালায়
অ্যারেস্ট করে ছাত্র
বলছি শোনো দিল্লী পুলিশ
বলবার এই মাত্র।
...
#ShameonDelhiPolice
সেই কথা ভাবোনি?
সবার বাড়ির থেকেই আসেন
অনেক দিদিমণি।
সবার ঘরের ছেলে ও মেয়ে
পড়তে চায় বই
কেমন হবে আমিও যদি
তোমার মেয়ে হই?
ঋণ: জয় গোস্বামী
#ShameonDelhiPolice
#JamiaProtests