রবীন্দ্রনাথ কেমন কবি তা বোঝাবার জন্য বেশি শব্দ খরচ করার প্রয়োজন নেই |
নজরুল নিঃসন্দেহে যথেষ্ট বড় কবি | কিন্তু তাঁর সমকক্ষ কবিও বাংলায় অনেকে আছেন - যেমন মাইকেল, সত্যেন দত্ত, জীবনানন্দ, শক্তি চট্টোপাধ্যায়, আরো অনেকে |
মুসলমান কবি বা লেখক চাইলে পশ্চিমবঙ্গে বা যুক্তবঙ্গে জন্ম নেওয়া আরো অনেকে আছেন - যেমন পল্লীকবি জসিমুদ্দিন, সৈয়দ মুজতবা আলী, এস. ওয়াজেদ আলী, কাজী আবদুল ওদুদ,
বামেরা আবার এর সঙ্গে এক অতি-সাধারণ রাজনৈতিক ইস্তাহার-লেখক কবির নামও জুড়েছিলেন, 'রসুন-সন্ধ্যা' উদযাপন করতেন| যত্ত সব!