#OdishaTrainAccident
করমন্ডল এক্সপ্রেসে যে যাত্রীরা ছিলেন তাদের একটা বড় অংশ দক্ষিণ ভারতে যাচ্ছিলেন চিকিৎসার জন্যে। প্রতি বছর, প্রতি মাসে শ’য়ে শ’য়ে রোগী পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতে যান চিকিৎসার জন্যে। এবং সেটা কিন্তু অনেক সময়েই কোনো দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্যে নয়। ++
সাধারণ হার্টের অসুখ, কিডনীর অসুখ, লিভারের বা ফুসফুসের অসুখের চিকিৎসার জন্যেও তারা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে যান। প্রশ্ন হল কেন চিকিৎসার জন্যে পশ্চিমবঙ্গের মানুষকে রাজ্য ছেড়ে দক্ষিণ ভারতে যেতে হবে। কেন এই সব চিকিৎসা পশ্চিমবঙ্গে হবে না?
++
সাধারণ মানুষকে জিজ্ঞেস করে দেখলে জানা যাবে পশ্চিমবঙ্গে চিকিৎসা ব্যবস্থায় প্রচুর খামতি, ডাক্তার এবং অন্যান্য সুযোগ সুবিধে অপর্যাপ্ত, খরচ প্রচুর, ডাক্তার এবং অন্যান্য মেডিকেল স্টাফেরদের ব্যবহার খারাপ এবং তাদের বেশির ভাগই অর্থপিশাচ।
++
সেখানে দক্ষিণ ভারতে সব সুযোগ সুবিধে পর্যাপ্ত, কম খরচে ভাল চিকিৎসা পাওয়া যায়, ডাক্তার এবং অন্যান্য মেডিকেল স্টাফেদের ব্যবহার অত্যন্ত বিনম্র ও বন্ধুত্বপূর্ণ। দক্ষিণ ভারতে যদি এটা সম্ভব হয় তাহলে পশ্চিমবঙ্গে সম্ভব হচ্ছে না কেন?
++
পশ্চিমবঙ্গের মানুষ যে শুধু এখনই চিকিৎসার জন্যে বাইরে যাচ্ছেন তা নয়, বাম আমলেও যেতেন। ফলে পূর্বতন বাম সরকার এবং এখনকার তৃণমূল সরকার দুপক্ষকেই এর জবাব দিহি করতে হবে। দক্ষিণ ভারতের হাসপাতাল গুলি যেখানে পশ্চিমবঙ্গের মানুষ চিকিৎসা করাতে যান সেগুলো সবই প্রাইভেট হাসপাতাল।
++
তো প্রাইভেট উদ্যোগেই বা এখানে দক্ষিণ ভারতের মত সহানুভূতি সম্পন্ন মানষিকতা এবং স্বল্প খরচে চিকিৎসার ভালো সুযোগ সুবিধের আয়োজন করা যাচ্ছে না কেন? পশ্চিমবঙ্গের মানুষ কোনোকালেই কি নিজের রাজ্যে সুচিকিৎসার সুযোগ পাবেন? @hutomp
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh