নদী আর বাজারের মাঝামাঝি সাজান মাস্টারের বাড়ি। টিনের চাল, মুলিবাঁশের বেড়া, উঠোন পেরিয়ে টালির রান্নাঘর। পেঁপে গাছের পাশ দিয়ে কলতলা। উঠোনের দিকে আর বাইরের দিকে মাটির বারান্দা। সাইকেল ধীরে ফিরছিল বাড়ির দিকে। আচ্ছা গানটা কি একতালের? নাকি কাহারবা ছিল?
#NazrulIslam
প্যাডেল করতে করতে মাত্রা গুণছিলেন সাজান মাস্টার। এই যে তার জীবন ভরা নজরুলের গান সেও তো এমনি এমনি নয়। কত বছর আগে, সেবার বটতলার বড়ো অনুষ্ঠান, গণ্যমান্যদের সামনে গান গেয়েছিলেন উঠতি গায়ক শাহজাহান। সে গানে মঞ্চের একদম সামনের দিকে রাখা একটি চেয়ারে জ্বলে উঠেছিল সন্ধ্যাবাতি!
বোতামের ঘর সেলাই করতে করতে সাজান মাস্টারের মনে হচ্ছিল কী আশ্চর্য ব্যাপার! জামাকাপড়ের মতো যদি কেটে বা সেলাই করে জীবনটাকেও বানিয়ে নেওয়া যেত ইচ্ছা মতো রংয়ের কাপড়ে, যদি এরকম হতো তাহলে কী হতো যদি ওরকম হতো তাহলে কী হতো?
#NazrulIslam
‘তুমি যদি রাধা হতে শ্যাম আমারি মতন দিবস নিশি জপিতে শ্যাম-নাম।। কৃষ্ণ কলঙ্কেরই জ্বালা, মনে হতো মালতীর মালা চাহিয়া কৃষ্ণ প্রেম জনমে জনমে আসিতে ব্রজধাম।।’১
#NazrulIslam
কাহারবা তালে সাজান মাস্টারের গুনগুনানিতে চিন্তা ঢুকে পড়ে। তাজ্জব ব্যাপার! মানুষের পোশাকের মাপ আছে। নিপাট নিখুঁত। অথচ এই যে জীবন, এত্ত বড়ো জীবন, মানুষের জীবন, তারই কোন মাপ নেই। নজরুলেরও কি ছিল? জীবনের মাপ?
#NazrulIslam
‘আমি কুল ছেড়ে চলিলাম ভেসে বলিস্ ননদীরে সই, বলিস ননদীরে শ্রীকৃষ্ণ নামের তরণীতে প্রেম-যমুনার তীরে বলিস্ ননদীরে ।। সংসারে মোর মন ছিল না, তবু মনের দায়ে আমি ঘর করেছি সংসারেরি শিকল বেঁধে পায়ে শিক্লি-কাটা পাখি কি আর পিঞ্জরে সই ফেরে।।’৩
#NazrulIslam
পড়ে দেখতে পারেন, হয়তো নজরুল সম্পর্কে কিছু অজানা কথা জানতে পারবেন, তাঁর সৃষ্টি সম্পর্কে, তাঁর রচিত গান সম্পর্কে । লিখেছেন অম্লান দেব
marxbadipath.org/article/Nazrul…
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.