Debjani Bhattacharyya 🇮🇳 Profile picture
Sep 15, 2020 11 tweets 3 min read Read on X
1. #WestBengal CM ঘোষণা করেছেন 8000 পুরোহিতকে মাসে 1000 টাকা করে ভাতা দেবেন। অর্থাৎ 1 জন পুরোহিত বছরে পেতে পারবেন সর্বোচ্চ 12,000 টাকা। এইভাবে 8000 পুরোহিতকে ভাতা দিতে রাজ্যের মোট খরচ হবে 96,000,000 টাকা বা নয় কোটি ষাট লক্ষ টাকা।
2. দেখা যাক্, WB'র কতজন ইমাম মাসে কতটাকা করে ভাতা পেয়ে থাকেন?

2013'র তথ্য অনুযায়ী রাজ্যের 30,000 ইমাম মাসে 2500 টাকা করে, আর 15000 মোয়াজ্জেম মাসে 1500 টাকা করে ভাতা পেয়ে থাকেন।

অর্থাৎ ইমামভাতার পিছনে গত 2013 তেই রাজ্যের খরচ ছিল বছরে 90,0000,000 টাকা বা নব্বই কোটি টাকা। আর
3. মোয়াজ্জেম ভাতার জন্য #WB'র খরচ ছিল বছরে 1500 x 15,000 x 12 = 270,000,000 বা সাতাশ কোটি টাকা।

অর্থাৎ ইমাম ও মোয়াজ্জিনরা মিলে বছরে মোট ভাতা পেয়েছেন নব্বই + সাতাশ = এক'শ সতেরো কোটি টাকা।

এই ভাতার পরিমাণ বছরে বছরে বেড়েছে। 2013'র ভাতা আর 2020'র ভাতার পরিমাণ এক নয়।
4. গত 2018 সালে পশ্চিমবঙ্গের ইমামরা কলকাতার ধর্মতলায় মিটিং করে তাঁদের ভাতা 2500 থেকে বাড়িয়ে মাসে 10,000 করার দাবী তোলেন। কেন? কারণ ঐ বছর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুর্গাপুজোগুলিকে 10,000 টাকা করে সরকারি চাঁদা দেবেন ঘোষণা করেছিলেন। সে যাক্।
5. অর্থাৎ গত 9 বছরে #WestBengal এর ইমাম ও মোয়াজ্জেন ভাতার খাতে ওয়াকফ বোর্ডের মাধ্যমে সরকার ঢেলেছে #প্রায় 1100,000,0000 বা এগারো'শ কোটি টাকা।

সেই তুলনায় 8000 পুরোহিতের ভাতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করলেন মাসে 1000 টাকা।

এটি সেপ্টেম্বর। 2021 এর নির্বাচনের আগে বাকি আর
6. মাত্র 8 মাস। যদি ধরে নিই যে 8000 পুরোহিতকে নিয়মিত সত্যি সত্যিই মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হবে, তাহলে পশ্চিমবঙ্গের পুরোহিতদের প্রাপ্তি হবে 8000 x 1000 x 8 = 64,000,000 বা ছ'কোটি চল্লিশ লক্ষ টাকা মাত্র।

ইমাম মোয়াজ্জেমদের এগারো'শ কোটি টাকা আর পুরোহিতদের ছ'কোটি চল্লিশ লক্ষ
7. অর্থাৎ পুরোহিতরা পেতে চলেছেন ইমামরা যা পেয়েছেন তার 0.0058 ভগ্নাংশ মাত্র। উল্টোদিক থেকে বললে, ইমাম মোয়াজ্জেমরা পেলেন পুরোহিতরা যা পাচ্ছেন, তার 171.88 গুণ বা #প্রায় দু'শ গুণ।

এর অর্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একজন Muzlim cleric এর দাম যদি দু'শ টাকা হয়,
8. তবে একজন পুরোহিতের দাম মাত্র ১ টাকা।

আরও আছে।

দুঃস্থ পুরোহিতরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবেন বলে ঘোষণা করেছেন WB CM. উনি এটিকে "বাংলা আবাস যোজনা নামে ডাকেন"। এই আবাস যোজনার বাড়ির যে অর্থমূল্য কেন্দ্রীয় সরকার পাঠাবে, তা থেকে কাটমানি নিয়ে থাকে WB CM এর পার্টি।
9. অর্থাৎ আগামী 8 মাসে একজন দুঃস্থ পুরোহিত যদি নিয়মিত ভাতা পান, তবে ম্যাক্সিমাম পাবেন 8000 টাকা। কিন্তু আবাস যোজনার বাড়ির কেন্দ্রীয় অর্থমূল্য পাওয়ার জন্য তার চেয়ে বেশি টাকা সেই দুঃস্থ পুরোহিতকে কাটমানি দিতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দলকে।
10. অর্থাৎ আদতে দুঃস্থ পুরোহিতরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কিছুই পাবেন না। বড়জোর পেতে পারবেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির অর্থমূল্য যার একটি ভালো অংশ আবার ঢুকবে #TMC পার্টির ঘরে।
11. অর্থাৎ গঙ্গাজলে গঙ্গাপুজো করার পরিকল্পনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন হল, তবে কি আরও কিছু কাটমানি রোজগারের জন্যই 8000 পুরোহিতকে ভাতা দেওয়ার পরিকল্পনাটি করা হয়েছে?

এই প্রশ্ন। মন্দ লাগতে পারে, কিন্তু প্রশ্নটি সত্যই মনের মধ্যে ঘা দিয়েছে।

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Debjani Bhattacharyya 🇮🇳

Debjani Bhattacharyya 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @DebjaniBhatta20

Sep 6
Ever since independence, every nationalist movement of West Bengal had been hijacked in obnoxious dirty ways by the communists/Marxists.

People's spontaneous outflux on Kolkata roads to see the dead body of Syamaprasad Mookerjee for one last time in June 1953 too was hijacked by
the commies in the name of road blockade in protest against 1 paisa tram fare hike.

Again, before 1964,the nationalists of Kolkata had shown an uprising against the wrong policies of the Nehru-led GOI to tackle the food & refugee crisis of WB

Communists hijacked it in d form of
Naxalbari Movement.

Thereafter Bengal witnessed the terror regime under SS Roy of Congress & Jyoti Basu of CPM followed by Buddhadeb Bhattacharjee regime that marked the onset of the present anarchy which was further followed by the present regime of despotic savagery.
Read 6 tweets
May 21
Scathing attack by Vishwa Hindu Parishad against West Bengal CM & her administration. Listen to Nirgunananda Brahmachari Maharaj of VHP Kendriya Margdarshak Mandali.

"Hindus were terribly attacked by radical Islamists in Rejinagar & Beldanga of Murshidabad during Ramnavami &
Charak Puja but CM took no step. One MLA Humayun Kabir threatened 30% Hindus of MSHDBD of cutting & throwing them into River Bhagirathi. CM's shocking statements against BSS, ISKCON & RKM on May 18 appeared to have endorsed such terrible & heinous threats of the MLA."
Maharaj added, "The lousy, inefficient & incapable local administration cared a hang about the letter of protest that was submitted by VHP to them after the heinous communal incidents of Rejinagar and Beldanga. CM is facilitating the cause of the radical Islamic forces & their
Read 4 tweets
May 9
Listen to reactions of individual ladies of Sandeshkhali to TMC's abominable beastly efforts by means of a sting operation to claim that incidents of oppression on women in Sandeshkhali were fake as nothing like that ever happened.

Women ask,why didn't WB CM go to see them once?
TMC's loathsome allegation that Sandeshkhali ladies went on a movement in lieu of money & engaged in prostitution by choice.

In reply, the upright women said 'only those can attempt to vilify us in this way who themselves r experienced in prostitution.'

They felt dejected.
Whatever is being heard about Sandeshkhali are all true. They snatched all our lands & properties, women were tortured in the locality where fisheries are there.
Read 4 tweets
Nov 30, 2023
Listened to Hon'ble HM @AmitShah'Ji's speech yesterday at Dharmatala, Kolkata.

Following are the points which may instill hope in the people of the hapless State.

1) He remembered the founder of Jana Sangha Syamaprasad Mookerjee & his Father Sir Ashutosh in the beginning.
This is heartening as BJP won't be able to do justice to West Bengal w/o carrying forward the legacy of SPM.

2) HM mentioned rampant infiltration through West Bengal border while infiltration through Assam & Tripura border is being curbed by both BSF & State Police YUGALBANDI.
Those who'd ask the clichè question "what is BSF doing to stop infiltration" may note 'tis an inane argument born out of sheer ignorance about individual role, responsibility & accountability of BSF & d State Police as per legal & Constitutional formats.

Corrupt State Police
Read 8 tweets
Nov 3, 2023
The Singur-slip of West Bengal Govt

A 🧵

Why was Mamata Banerjee's opportunist movement became successful to destroy West Bengal's Singur hope?

Why was CPM screwed up in there?

In brevity, it was Jyoti Basu's legacy that both screwed up CPM & brought in success for Mamata.
Jyoti Basu's "land reform" model "Operation Barga" (post 1977) had broken the spine of West Bengal reducing the wealth of ALL.

Lands of large land owners were captured by the Left Front Govt under Jyoti Basu distributing those large plots into smaller ones letting small farmers
i.e. bargadars produce thereon under Govt surveillance.

While beginning the test-run of this exercise in 1967-68 during Bangla Congress-CPM United Front Govt,

Jyoti Basu's CPM had primarily chosen the lands of those landowners who were supporters of Congress.

This selective
Read 20 tweets
Jun 16, 2023
West Bengal Govt filed review petition in #CalcuttaHighCourt

They don't want Central Forces in all districts for #PanchayatElection2023

This was expected & spoke on this yesterday in this video👇



In presence of Central Forces, manipulating d poll turns
difficult for administrative machinery

Also note, State Election Commissioner Rajiva Sinha stated yesterday that SEC would comply with the #CalcuttaHighCourt order

But GoWB didn't admit it & filed review petition
Note the concerted effort & the nexus

When GoWB says yes, SEC says no, when SEC says yes, GoWB says no

Why doesn't GoWB want Central Forces in all districts while West Bengal doesn't have adequate & competent police force?

Haven't we repeatedly seen WB police in mute spectator
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(