মুলোদের ন্যাক্কারজনক মানসিকতা এমন তলানিতে গিয়ে ঠেকেছে যে মরীয়া মুলোর দল বিজেপিকে বদনাম করার জন্য নেতাজির বিরাট জীবনের মধ্যে খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোথায় তাঁর সঙ্গে শ্যামাপ্রসাদের সংঘাত হয়েছিল | বাস্তবে নেতাজি আর শ্যামাপ্রসাদের রাজনৈতিক জীবন শুধু এক বছর-১৯৪০ সাল-একসাথে
চলেছিল | শ্যামাপ্রসাদ রাজনীতিতে আসেন ১৯৩৯ সালের একেবারে শেষের দিকে | তাঁর নিজের আসবার ইচ্ছা ছিল না, কিন্তু সে সময় মুসলিম লীগ বাংলায় হিন্দুদের উপর এমন অকথ্য অত্যাচার চালাচ্ছিল যে অন্যান্য হিন্দু নেতাদের চাপে তাঁকে আসতেই হল | মাঝখানের একটা বছর -- অর্থাৎ ১৯৪০ -- কলকাতা কর্পোরেশন
নির্বাচন নিয়ে তাঁর সঙ্গে নেতাজির কিছু সংঘাত হয়েছিল, একবার কিছু অত্যুৎসাহী নেতাজি-অনুরাগী তাঁকে সভার মধ্যে আক্রমণও করেছিল | এই জিনিস নেতাজি কখনোই সমর্থন করেন নি | তারপর ১৯৪১ সালের জানুয়ারি মাসে নেতাজির ভারত ত্যাগের পর অবিভক্ত বাংলায় শ্যামাপ্রসাদ ছাড়া হিন্দুদের হয়ে
জোরগলায় কথা বলবার মত কেউই ছিলেন না | শেষপর্যন্ত যখন কংগ্রেস দেশভাগ মেনে নেয় তখন শ্যামাপ্রাসাদ দাবি তোলেন যে ভারত ভাগ করলে বাংলাকেও ভাগ করে হিন্দুপ্রধান অঞ্চলকে ভারতের সঙ্গে জুড়ে দিতে হবে | সেই দাবি আদায়ে তিনি সফল হন বলেই আমরা বাঙালি হিন্দুরা মাথা উঁচু করে বাঁচতে পারছি |
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
I explained to the gathering that a basic problem is the pollution of the Bengali Hindu mind with BengaLeftism,a peculiar amalgam of the following elements: 1. Getting politics into everything,seeing everything thru a political prism. 2. Giving a go-by to our normal concepts of
good and bad,desirable and undesirable. 3. Glorification of poverty; deprecating prosperity 4. Promoting conflicts in employer-employee relationships. 5. Promoting outdated concepts like government ownership of industry.
The are are quite few more. We must rid the Bengali Hindu
mind of this infection.
When (not if) BJP comes to power it must depoliticise the polity. It also must go out of our way to attract industry to the state in order to undo the reputation that BengaLeftism has given us. It must also rationalise a Land Acquisition Policy;
"নেট-নিগ্রহে প্রকট নারী-বিদ্বেষ, মঞ্চ থেকে সরব শিল্পীরা" - আনন্দবাজারের খবর ২৬ জানুয়ারী | এই প্রসঙ্গে একটি চিত্তাকর্ষক কাহিনী আমার কাছে আছে | মন দিয়ে পড়ুন | এতে 'কারা ফ্যাসিস্ট' এই প্রশ্নেরও উত্তর মিলবে |
অল্প কিছুদিন আগে De Liberal Theatres Confederation
নামে একটি হিন্দুত্ব-অনুরাগী নাট্যসংস্থা কালীঘাটের যোগেশ মাইম একাডেমি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন | উদ্দেশ্য ছিল সম-মনোভাবাপন্ন নাট্যসংস্থাগুলিকে কাছে টানা | কে-এক জয়রাজ ভট্টাচার্য, নকশাল বলে খ্যাত (এই প্রজাতিটি এখনো আছে?), নেটে একটি ইস্তাহার
প্রচার করে, যাতে ছিল, "মাইম একাডেমির সামনে কথা বলার প্রয়োজন নেই, ওদেরও কথা বলতে দেবার প্রয়োজন নেই | কথা না বলে লাথি ফাথি মারা যেতেই পারে | গান করুন, নাচুন, ছবি আঁকুন, থিয়েটার করুন, এবং প্রয়োজন পড়লে ক্যালাকেলি করার জন্য প্রস্তুত থাকুন"| এবং এই ইস্তাহারের
আজ আনন্দবাজারের পাতায় প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ 'চোলায় চোলায়' নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, কিন্তু নির্লজ্জভাবে মুখ্যমন্ত্রীর 'গরমেন্ট' 'পবলেম' ইত্যাদি উচ্চারণের কথা চেপে যাওয়া হয়েছে | এর মধ্যে আবার সুগত বসুকে সাক্ষী মেনে বলা হয়েছে নাকি "গভীর শ্রদ্ধা ও আকর্ষণ থেকে গাঁধী...
বাংলা শিখছিলেন" | তাঁর শেখা বোধহয় বেশিদূর এগোয় নি, কিন্তু সুগতবাবুর কথা একেবারেই বিশ্বাসযোগ্য নয় | গান্ধীজির বাংলার, বিশেষ করে বাঙালি হিন্দুর প্রতি বিশেষ প্রেম ছিল এমন কোনো প্রমাণ আমি অন্তত পাইনি | তিনি আপাদমস্তক রাজনীতিক ছিলেন, রাজনীতির প্রয়োজনেই বাংলা শিখেছিলেন
(বা শেখার ভান করেছিলেন) |
বস্তুত গান্ধীর সম্বন্ধে এখন কিছু ধোঁকা ভেঙে দেবার সময় এসেছে | আমি জানি এই কথা বললেই একটি পুরো গোষ্ঠী নাথুরাম গডসের নাম করে চিল-চীৎকার আরম্ভ করে দেবে | কিন্তু গান্ধী মানুষই ছিলেন, দেবতা ছিলেন না | তিনি সমালোচনার উর্ধে নন, এবং তাঁকে সমালোচনা করা মানে
#একটু_ঝালিয়ে_নিন
আমাদের বামপন্থী বন্ধুরা দাবি করছেন বিজেপি অর্থনীতি বোঝে না l তাই বিজেপি সিএএ নিয়ে গোলমাল পাকাচ্ছে l তৃণমূলেরও একই দাবি l এটা ঠিক যে গত ৪৩ বছর যে তিনজন অর্থমন্ত্রীদের তারা উপহার দিয়েছেন, তারা সবাই প্রেসিডেন্সি থেকে পাশ করে বিদেশে পিএইচডি করেছেন l এছাড়া দুজন
প্রেসিডেন্সি থেকে বামপন্থী রাজনীতি করা নোবেল প্রাপক l কিন্তু বাংলা কি পেলো?
1 গত 43 বছরে 60000 এর বেশী কারখানা রাজ্য ছেড়ে ত্যাগ করেছে 2. সেক্টর 5 এ 50000 কর্মী দেখিয়ে যে IT বিপ্লবের কথা বলা হত, তা CTS/ infosys / TCS এর একটা দক্ষিণ ভারতের একটা ক্যাম্পাসেই পাওয়া যাবে l
3. সকালের টুথপেস্ট থেকে রাত্রের ঘুমের ওষুধ কিছুই এই রাজ্যে প্রস্তুত হয় না l 4. গত 43 বছরের এঞ্জিনিয়ারিং স্নাতকদের 95% রাজ্যের বাইরে l 5. ভিনরাজ্যে রিক্সাওয়ালা থেকে বাড়ির কাজের লোকের কাজ বাঙালিদের করতে হচ্ছে l এমনকী কাশ্মীরের আপেল কুড়াতেও
Recently a woman made certain offensive tweets at me and Rashtriya Swayamsevak Sangh (RSS) provoking me into a reaction. The woman was inconsequential and her arguments stupid,but it set me thinking: why do people abuse the RSS so much without knowing the first thing about it?...
And why do seemingly intelligent people believe,without question,in Goebbelsian lies thrown at them by Islamists,Leftists and Nehruvians (ILN)? I pondered over the question and came to the following conclusions: 1. The fact that there are no thieves nor anti-nationals in the....
RSS somehow unnerves the ILN 2. Similarly the discipline in the RSS ranks and the fierce loyalty that RSS generates also unnerves them. 3. They are scared of the way RSS works quietly,steadily with 50-year or 100-year horizons and have already busted the ILN myth “A Muslim....
After 1947 a huge number of Bihari Muslims migrated to East Pakistan and settled there. They committed the most horrible bestialities on Hindus there. Some of these have been described in my book ‘My People,Uprooted’ and ‘Ja Chhilo Amar Desh’.
During the liberation war of
Bangladesh the Biharis sided with the Pakistanis,became Razakars,and killed Hindus and Bengali Muslims alike. Chuknagar mass murder,possibly the worst such in this subcontinent,Rayer Bazar massacre of intellectuals at Dhaka,and the Santahar train massacre were committed by them.
Even after BD was liberated they killed the famous filmmaker Zaheer Rayhan. But they became persona non grata in Bangladesh and wanted to emigrate to Pakistan. Now Pakistan did a neat bolte-face and said they wouldn’t take the Biharis back.
The Biharis then decided to get back