East Bengal Ultras Profile picture
👊 ᴇᴀꜱᴛ ʙᴇɴɢᴀʟ ᴏʀ ɴᴏᴛʜɪɴɢ 👊 ইস্ট বেঙ্গলের ১২ নম্বর খেলোয়াড় আমরাই।
Oct 31, 2022 7 tweets 2 min read
যখন বেলেঘাটা কানেক্টর বা হায়াত এর সামনে নেমে হেঁটে এসে ১-২ বা ৩-৪ নম্বর গেট দিয়ে ঢুকে খাড়াই ramp চড়ে দু বা তিন তলাতে গিয়ে বসি তখন গলা, ঠোঁট শুকিয়ে আসে। তারপর যত ম্যাচ গড়ায় টিমের জন্য আবেগের বহিঃপ্রকাশ হয় ততক্ষণে শরীরের..(1/7)

@eastbengal_fc @namrataparekh #EastBengalFC ভেতরটা মরুভূমি, খারাপ লাগতে শুরু করে। জল খোঁজে সমর্থকরা। তাদের মধ্যে যেমন বাচ্চারা থাকে তেমন অনেক প্রবীণ ও মহিলা সমর্থকও থাকেন। কিন্তু কোথায় জল?? কোনও কোনও ম্যাচে ramp এর নিচে জল থাকে যেখানে হয় গাধা গরুর মতন ধাক্কাধাক্কি করে জল খেতে হয় নয়তো জলই থাকেনা।
FSDL, রাজ্য..(2/7)
Oct 29, 2022 6 tweets 3 min read
মনে রাখবা, ইলশা কিন্তু শুধু একটা মাছ না, এইটা হইল গিয়া ওই কালা ম্যাঘে রূপালীরেখা। কালো মেঘে রূপালী রেখার প্রথম দেখা পাওয়া গেল ঈশান বঙ্গের আরো উত্তরে, গুয়াহাটি শহরে। মেঘের আড়াল

contd..

#JoyEastBengal #EastBengalFC #KolkataDerby #ATKMBEBFC #EastBengalUltras #BangalBrigade Image থেকে ওই যে লাল-হলুদ সূর্য উঁকি দিল, আজ কলকাতার আকাশে সেই একই সূর্য স্বমহিমায় উদ্ভাসিত। কার্তিক মাসের মোলায়েম রোদ জানান দিচ্ছে সূর্য উঠে গেছে, এবার তার মধ্যগগনে পৌঁছনোর পালা। আর মাটিতে, সবুজমেরুন রঙের সূর্য যে হয়না, তা আরো একবার জানিয়ে দিতে মাঠে নামছে লাল হলুদ বাহিনী।

contd..