নদী আর বাজারের মাঝামাঝি সাজান মাস্টারের বাড়ি। টিনের চাল, মুলিবাঁশের বেড়া, উঠোন পেরিয়ে টালির রান্নাঘর। পেঁপে গাছের পাশ দিয়ে কলতলা। উঠোনের দিকে আর বাইরের দিকে মাটির বারান্দা। সাইকেল ধীরে ফিরছিল বাড়ির দিকে। আচ্ছা গানটা কি একতালের? নাকি কাহারবা ছিল?
প্যাডেল করতে করতে মাত্রা গুণছিলেন সাজান মাস্টার। এই যে তার জীবন ভরা নজরুলের গান সেও তো এমনি এমনি নয়। কত বছর আগে, সেবার বটতলার বড়ো অনুষ্ঠান, গণ্যমান্যদের সামনে গান গেয়েছিলেন উঠতি গায়ক শাহজাহান। সে গানে মঞ্চের একদম সামনের দিকে রাখা একটি চেয়ারে জ্বলে উঠেছিল সন্ধ্যাবাতি!
বোতামের ঘর সেলাই করতে করতে সাজান মাস্টারের মনে হচ্ছিল কী আশ্চর্য ব্যাপার! জামাকাপড়ের মতো যদি কেটে বা সেলাই করে জীবনটাকেও বানিয়ে নেওয়া যেত ইচ্ছা মতো রংয়ের কাপড়ে, যদি এরকম হতো তাহলে কী হতো যদি ওরকম হতো তাহলে কী হতো?
কাহারবা তালে সাজান মাস্টারের গুনগুনানিতে চিন্তা ঢুকে পড়ে। তাজ্জব ব্যাপার! মানুষের পোশাকের মাপ আছে। নিপাট নিখুঁত। অথচ এই যে জীবন, এত্ত বড়ো জীবন, মানুষের জীবন, তারই কোন মাপ নেই। নজরুলেরও কি ছিল? জীবনের মাপ?
‘আমি কুল ছেড়ে চলিলাম ভেসে বলিস্ ননদীরে সই, বলিস ননদীরে শ্রীকৃষ্ণ নামের তরণীতে প্রেম-যমুনার তীরে বলিস্ ননদীরে ।। সংসারে মোর মন ছিল না, তবু মনের দায়ে আমি ঘর করেছি সংসারেরি শিকল বেঁধে পায়ে শিক্লি-কাটা পাখি কি আর পিঞ্জরে সই ফেরে।।’৩
On the world scene many celebrated artists like Van Gogh, Toulouse-Lautrec, Gauguin & Michelangelo have been subjects of highly lauded novels. Ramkinkar Baij is the only Indian artist based on whose life a serialised novel (Dekhi Nai Phire) was being written by
Samaresh Basu when the later passed away. What attracted Basu to Baij ? Other than his colourful & complicated personality Basu was attracted towards the strange facts of Baij's life which through surprising twists & turns transformed a small-town boy into one of the major
figures of modern Indian art.
Baij was a part of the Non-Cooperation movement against the British & painted portraits of freedom fighters who participated in that.
He was interested in theatre too & often directed many plays. One such was play was Two Palaces or
আশা করছি ইতিমধ্যে নামটি সাথে আপনারা পরিচিত হয়েছেন। সিলিকোসিস মহামারী আসলে মুনাফার লোভে গরীব শ্রমিকদের গণহত্যা। এই সিলিকোসিস আক্রান্তদের অধিকারের দাবিতে আগামী 24 শে মে, 2023 বুধবার সকাল দশটায় মৌলালিতে জমায়েত এবং মিছিলে ডাক দিয়েছে
COORDINATION COMMITTEE AGAINST SILICOSIS AND OTHER OCCUPATIONAL DISEASES, মৌলালি থেকে ধর্মতলার Y চ্যানেল পর্যন্ত মিছিলের পর সারাদিনব্যাপী অবস্থান বিক্ষোভ হবে শ্রমিক কৃষকের। এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক কমিটিও।
20 টি গ্রামের সিলিকোসিসে আক্রান্ত সংগ্রামী শ্রমিক এবং মৃত শ্রমিকদের পরিবার এই কর্মসূচিতে যোগদান করতে আসছেন। তারা তাদের কথা বলবেন সারাদিন... তাদের অধিকারের কথা, লড়াইয়ে কথা।
Good morning India ! Everyday you hear soooo much about the developments that have happened & are happening during Mamata Banerjee's rule in West Bengal.
Well let me write a short 🧵 & show the actual state of affairs. Please bear with me.
Let me begin by telling you that 1047 schools have shut down in the last 10 yrs in Jhargram & West Medinipur. Yes you read it right. 1047 schools have shut down in only 2 districts.
The primary reason why schools have shut down is lack of teachers. Years after years no teacher has been recruited leading to the closures. Teachers who have retired ages ago have been re-recruited as 'guest teachers'. Most of them are frail with age & can not attend classes.
Bishnu Dey although essentially an illustrious poet, was also a versatile litterateur who was equally well-known for his prose, translation, poetry-essays, cinema & art criticism. He was born #OTD in 1909 in Bengal Presidency.
Dey is a difficult poet for the reader. His poetry frequently refers to western classics (art & music) & attempts to marry eastern classical concepts with western, contrasting them at the same time. His sophisticated imageries were rejected by some of his successors as “elitist”
Many scholars have argued that Dey was far too ahead of his time. He was a great intellectual who was extremely well read & versatile. His knowledge of music & art, both modern & classical, western & eastern, was deep rooted.
Remember Rizwanur Rahman ? Remember how a movement was built up around this incident and people were fooled into believing that #CPIM was anti-Muslim ? Remember Rizwanur's brother Rukbanur Rahman who has been a #TMC MLA since 2011 ?
Well he is in the news & not bcoz of any good
deed but he is all over #WestBengal mainstream media for having accepted huge amount of money as bribe in exchange of false promise of giving jobs to poor helpless youths of his constituency.
According to ABPLive Rahman had taken 24 lakh from 5 job-seekers & had promised them jobs as Upper-Primary teachers. He had taken this money way back in 2016 & kept dangling the carrot of jobs in front of these impuissant marginalized people