My Authors
Read all threads
@CPIM_WESTBENGAL এর সম্ভাব্য অন্যতম মুখ (অন্যতম, কারণ CPM হল patriarchal পার্টি। এদের prime face আজ পর্যন্ত কোনো মহিলা হন নি কোনোদিন)@aishe_ghosh বলেছেন, "বাংলাকে ধর্মের ভিত্তিতে ভাগ হতে দিই নি আর দেবোও না।"এমত অসত্যভাষণের একটা 'মানে' আছে।সেইটি বলতে চাই। @BJP4Bengal @AITCofficial
কান করলে শোনা যাবে যে মাকুরা এখন বলছে যে ওরা পাকিস্তান তৈরি সমর্থন করে নি।অর্থাৎ ওরা বলতে চাইছে যে দেশভাগ ওরা সমর্থন করে নি এবং এই একই কথা বলছেন ঐশীও।কিন্তু ইতিহাস কি বলে?ইতিহাস বলে সেখানেও কম্যুনিস্টরা maintain করেছিল double standard. কিভাবে? @BJP4Bengal @AITCofficial
কম্যুনিস্টরা স্লোগান দিয়েছিল "পাকিস্তানের দাবী মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে"। অর্থাৎ পাকিস্তানের জন্ম হওয়ার অন্যতম প্রবক্তা ছিল ভারতের কম্যুনিস্ট পার্টি।তাই ধর্মের ভিত্তিতে বাংলা ভাগ হতে ওঁরা দেন নি, দেবেন না বলে যে দাবীটি ঐশী তুলছেন তা মিথ্যা। কিন্তু মিথ্যা কি শুধু এইটুকুই?
নাকি আরও বড় মিথ্যাও আছে? আজকের মাকুরা যে SPM কে শ্যামাপোকা বলে mock করে, ১৯৪৭ সালের ২০শে জুন সেই SPM এর উদ্যোগে ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া পশ্চিমবঙ্গ ১৯৪৭ সালের ১৫ই অগাষ্ট কোন্ দেশে যোগ দেবে ভারত না পাকিস্তান, সেই গণভোটে কম্যুনিস্টরা কার পক্ষে ভোট দিয়েছিল?...4/n @BJP4Bengal
বঙ্গীয় আইনসভার তিন কম্যুনিস্ট সদস্যের মধ্যে দুজন যথা জ্যোতি বসু ও রতনলাল ব্রাহ্মণ ভোট দিয়েছিলেন ধর্মের ভিত্তিতে সৃষ্ট পশ্চিমবঙ্গের ভারতে অন্তর্ভুক্তির পক্ষে আর রূপনারায়ণ রায় ভোট দিয়েছিলেন পাকিস্তানের পক্ষে।অর্থাৎ double standard. অর্থাৎ দুই নৌকোয় পা দেওয়া। @BJP4Bengal 5/n
Double standard এখানেই শেষ নয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের দাবীর পক্ষে ভোট দেওয়ার পর, কম্যুনিস্টরা SPM কে কম্যুনাল বলে দাগিয়ে দিল, তাঁকে শ্যামাপোকা বলে ব্যঙ্গ করতে থাকল। আজও করে। Double standard was thus maintained all through. 6/n @BJP4Bengal
SPM এর দাবীকে সমর্থন করে জ্যোতি বসু কম্যুনাল হলেন না, কিন্তু SPM হয়ে গেলেন কম্যুনাল। আজব কম্যুনিস্ট যুক্তি। অথবা যুক্তিহীনতা এবং শুধুই orchestrated malpropaganda. 7/n @BJP4Bengal
ঐশী এখন যা বলছেন তাতেও রয়েছে সেই ১৯৪৭ এরই double standard ও অপপ্রচারের ট্রাডিশন

কিভাবে?

আদতে কম্যুনিস্টদের পাকিস্তানের দাবীর স্লোগান তোলা আর গণভোটে পশ্চিমবঙ্গের ভারতভুক্তির পক্ষে ভোট দেওয়ার মধ্যে যে conflict টা আছে,...8/n @CPIM_WESTBENGAL @BJP4Bengal
সেটাকেই এখন কাজে লাগাতে চাইছে CPM. ইসলামিক কট্টরপন্থীদের কাছে ওঁরা হয়ত বলবেন ওঁরা পাকিস্তান চেয়েছিলেন, যা কিনা সত্য; আবার অমুসলমানদেরকে বলবেন যে তাঁরা পাকিস্তানের পক্ষে নয়, ভারতের পক্ষে ভোট দিয়েছিলেন, যেটিও আদতে সত্য। The same double standard maintained as yet.9/n @BJP4Bengal
অর্থাৎ আদত সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করতে চেষ্টা করছে @CPIM_WESTBENGAL. মুসলমান ও অমুসলমান মানুষদেরকে address করতে চাইছে সাম্প্রদায়িক লাইনে তাঁদের কোন্ টা বললে তাঁরা পছন্দ করবেন সেটি আন্দাজ করে। এইটিই আদত কম্যুনাল মেরুকরণের রাজনীতি। 10/n @BJP4Bengal
@aishe_ghosh এর মিথ্যাভাষণ শুধু মিথ্যাভাষণ নয়, কম্যুনাল স্বার্থগন্ধী মেরুকরণের উদ্দেশ্যপ্রণোদিত double standardও বটে। হিন্দু বাঙালীকেই এই অপপ্রয়াসকে প্রতিহত করতে হবে। পশ্চিমবঙ্গকে নতুন করে কম্যুনিস্টদের ফাঁদে পা দিলে চলবে না। 11/n @BJP4Bengal @AITCofficial
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Debjani Bhattacharyya

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!